1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
পায়ের সাথে সম্পর্ক জীবনের জীবনের সাথে মঞ্চের - দৈনিক আমার সময়

পায়ের সাথে সম্পর্ক জীবনের জীবনের সাথে মঞ্চের

মোস্তাফিজুর রহমান মিন্টু
    প্রকাশিত : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

চলমান জীবন ব্যবস্থা বিক্ষুব্ধ ও অস্থির। ‘সুন্দরের তীর্থ পথে শতবর্ষ পরেও তাহারে আমরা পরম পাথেয় মানি’ পদাতিক নাট্য সংসদ আয়োজিত চারদিন ব্যাপী সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’ ৬-১৯ মে-২০২৪ শেষ হয়েছে। উৎসব উদ্বোধন ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি, বিশেষ অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, ম. হামিদ, শিল্পকলার মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও উৎসবের আহবায়ক সৈয়দ তাসনীন হোসাইন তানু। ২০২৪ এর সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদ্বয় অভিনেতা আবুল হায়াত ও প্রয়াত মান্নান হীরা (মরোনোত্তর)। ২০১০ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ৩০ জন নাট্য ব্যক্তিত্বকে সম্মাননা জানিয়েছেন। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে এবং বিকেলে উন্মুক্ত মঞ্চে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা’, ভারতের সন্তোস্পুর অনুচিন্তনের ‘মিস ক্যারেজ নাটক, মিস ক্যারেজ নাটকের নাট্যরূপ ও পরিচালনায় ছিলেন ড. গৌরব দাস। অভিনয়ে ড. গৌরব দাস, রঞ্জিত রায়, নাম সাধক, বিপ্লব নস্কর, সমর মৃধা, রাহুল সরদার, প্রিয়ব চৌধুরী, তৃদীপ সাহা, আরণ্যক নাট্যদলের ‘কম্পানি’ নাটক, এক্সপেরিমেন্টাল থিয়েটারে এর ‘পোহালে শর্বরী নাটক, পদাতিক নাট্য সংসদের ‘গুণজন বিবির পালা’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের ‘চান মহুয়ার কিস্সা , স্টুডিও থিয়েটারেঃ সন্তোস্পুর অনুচিন্তন (ভারতের) নাটক, ‘শীতলার পালা’, খোকন বয়াতি ও তার দল কমলা সুন্দরী, বাতিঘর এর নাটক-প্যারাবোলা ও উৎসবের শেষ দিন ১৯ মে, নবরস এর নাটক ‘উন পুরুষ’ মঞ্চায়িত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com