1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পাঁচদফা দাবিতে রামেক হাসপাতালে কমপ্লিট শাটডাউন, ভোগান্তিতে রোগীরা - দৈনিক আমার সময়

পাঁচদফা দাবিতে রামেক হাসপাতালে কমপ্লিট শাটডাউন, ভোগান্তিতে রোগীরা

আল আমিন হোসেন, রাজশাহী:
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

পাঁচদফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির পাশাপাশি বহির্বিভাগের জরুরি চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালের বহিবিভাগের গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ইন্টার্ন চিকিৎসকরা। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সাথে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সব ইন্টার্ন চিকিৎসক কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে, দাবি না আদায় হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। ইন্টার্ন চিকিৎসকদের দাবী সমূহ হচ্ছে এমবিবিএস কিংবা বিডিএস ডিগ্রী ব্যতিত কেউ নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার না করা, বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার, আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করা, এমটিএস ও নিন্মমানের মেডিকেল কলেজ বন্ধ করা ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন, দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ করতে হবে, ডাক্তারদের বিসিএসের বয়স সীমা ৩৪ বছর পর্যন্ত করার দাবিতে আমাদের এই কর্মসূচি। আগামীকাল রায় নিয়ে কোন তালবাহানা করলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com