1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পরিবেশ দূষণের দায়ে টঙ্গীতে পলিথিন কারখানায় র‍্যাবের অভিযান: জরিমানা, বন্ধ ও মামলা - দৈনিক আমার সময়

পরিবেশ দূষণের দায়ে টঙ্গীতে পলিথিন কারখানায় র‍্যাবের অভিযান: জরিমানা, বন্ধ ও মামলা

নাজমুল ইসলাম মন্ডল
    প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
পরিবেশ দূষণকারী অবৈধ পলিথিন কারখানার বিরুদ্ধে কঠোর অবস্থানে র‍্যাব। ২৭ অক্টোবর দুপুর ১২ টায় র‍্যাব-১ এর পরিচালনায় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত দুটি পলিথিন কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ফ্যাক্টরিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়,এবং সেটি বন্ধ করে দেওয়া হয় সহ মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়।
র‍্যাব হেডকোয়ার্টারের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপসচিব কাজী তামজীদ আহমেদ-এর নেতৃত্বে টঙ্গীর মাসিমপুর এলাকার ১৫/৯, চেয়ারম্যান বাড়ী রোড-এ অবস্থিত এন. এন. প্যাকেজিং ফ্যাক্টরী-তে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে উক্ত ফ্যাক্টরীকে তাৎক্ষণিকভাবে ১ (এক) লক্ষ টাকা জরিমানা করা হয়। একইসাথে, পরিবেশ সুরক্ষার স্বার্থে ফ্যাক্টরীটি বন্ধ করে দেওয়া হয় এবং মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য পরিবেশ অধিদপ্তরের গাজীপুরের উপপরিচালককে নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে উক্ত কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ২০৫ কেজি পলিথিন এবং ১১২০ কেজি পলিথিনের কাঁচামাল (দানা)।
এছাড়াও, টঙ্গীর মরকুম পশ্চিম পাড়ায় অবস্থিত এএম এন্টারপ্রাইজ-এও মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই প্রতিষ্ঠানটিতে পলিথিন তৈরির কাঁচামাল (দানা) উৎপাদন করা হতো। ফ্যাক্টরীটি পরিবেশের ছাড়পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় কাগজপত্র যাচাই-বাছাই সাপেক্ষে মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
উক্ত অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: শহীদুল ইসলাম, এএসপি জনাব পারভেজ রানা এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মো: মিকাইল হোসেন উপস্থিত ছিলেন।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষায় এধরণের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ দূষণকারী এবং অবৈধ কারখানার বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর পদক্ষেপ জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com