1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত সভা ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত  - দৈনিক আমার সময়

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত সভা ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত 

মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ  প্রতিনিধি :
    প্রকাশিত : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত সভা ও চব্বিশের শহীদ আহতদের স্মরণে ২৩ মার্চ রোজ বরিবার নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত।
রোববার দুপুর ২ টায়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের পরিচিতি সভা ও সেমিনার শেষে বাদ আছর  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাইনুদ্দীন আহমাদ, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর,  বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু, মাসুকুল ইসলাম রাজীব, যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, স্বেচ্ছাসেবক দলের সাখাওয়াত হোসেন রনি, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ইসলামি আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ, রাশেদ খান, পিবিআই এসপি মোস্তফা রাশেদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন ও কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন সহ নারায়ণগঞ্জের সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও একাত্তরের মুক্তিযোদ্ধারা এবং  নারায়ণগঞ্জের শহীদ পরিবার ও আহতরা।এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যসচিব জাহিদ আহসান এবং  আব্দুল্লাহ সালেহীন অয়ন, শ্যামলী সুলতানা জেদনী, সানজানা আফিফা অদিতি, ইসমাইল হোসেন রুদ্র।
বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব মো: জাবেদ আলম, মহানগরের আহ্বায়ক মাহফুজ খান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিরব রায়হান।
নিরব রায়হান তার বক্তব্যে বলেন– যেমনি ভাবে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার পতন করেছি তেমনি আমরা ঐক্যবদ্ধ ভাবে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো৷ একইসাথে সকল রাজনৈতিক সংগঠককে আওয়ামিলীগ নিষিদ্ধের দাবি জারি রাখার আহ্বান জানান। গত জুলাই – আগস্টের মতো তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সবাইকে এই দোয়ায় আয়োজনে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com