1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নারায়ণগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন - দৈনিক আমার সময়

নারায়ণগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ-
    প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
 নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের  আয়োজনে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ মে সোমবার সকালে  অনুষ্ঠিত হলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক  মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মো: মাশফাকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা এবং জেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিপারেটরি স্কুলের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, “Science is a useful servant but a dangerous master.” তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ ব্যবহারই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে। জ্ঞান-বিজ্ঞানের প্রসারে এবং মেধাবী প্রজন্ম গঠনে জেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর  বিভিন্ন প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণার স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উপস্থাপনায় প্রশংসা জানান। এই আয়োজন আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com