1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নতুন বিজ্ঞাপনে মডেল হলেন নাদিয়া   - দৈনিক আমার সময়

নতুন বিজ্ঞাপনে মডেল হলেন নাদিয়া  

মোহাম্মদ মাহবুব উদ্দিন 
    প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫

টিভি নাটকে ব্যস্ত অভিনেত্রী সালহা খানম নাদিয়া , নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন নাদিয়া একটি বয়োনিকা  শাড়ীর বিজ্ঞাপনে । বিজ্ঞাপনটি প্রসঙ্গে নাদিয়া বলেন, বয়োনিকা শাড়ীর বিজ্ঞাপনে  কাজ করলাম । বিজ্ঞাপনটি নির্মাণ করছেন এইচ এম পিয়াল ।  সুন্দর কাজ হয়েছে । আশা করি, দর্শকের বিজ্ঞাপনটি ভালো লাগবে।

 

স্টেপআপ টেকনোলজি লিমিটেড এর প্রোজেক্ট অফিসার চৈতির তত্ত্বাবধায়নে রাজধানীর কয়েকটি সুন্দর লোকেশনে শুট হয় বিজ্ঞাপনটির।বিজ্ঞাপনটিতে ডি ও পি হিসেবে কাজ করেছেন ইরকে মানিক ।  রূপসজ্জায় ছিলেন নাহিদ ও ফটোগ্রাফি করেছেন জন ।

 

বিজ্ঞাপন প্রসঙ্গে এইচ এম পিয়াল বলেন : সালহা খানম নাদিয়া আমার পছন্দের একজন মডেল অভিনেত্রী , আমি নিজেও তার একজন ফ্যান , বিগত দিনে ইনডোর ভিত্তিক কাজ করলেও আউটডোরে নাদিয়া আপুকে নিয়ে এটা আমার প্রথম বিজ্ঞাপন । এই তীব্র তাপদাহের মাঝে আমরা শুট করেছি , নাদিয়া আপু সহ পুরো ইউনিট অনেক  কষ্ট করেছে । টানা সেলিব্রেটি ক্রিকেট লীগ খেলার কারনে নাদিয়া আপু  অনেকটা ক্লান্ত ছিল , তারপরেও আপু আমাদের বুঝতে দেয়নি , তার কাজের প্রতি দায়িত্ববোধ আমাদের সত্যিই  অবাক করেছে । আমি মনেকরি এজন্যই তিনি দেশ সেরা এত বছর ধরে ।

 

 বাবস্থাপনায় বিশেষ সহযোগিতা করেছেন  এস এ এম সুমন সরকার ।  সেট ডিজাইনে সহযোগিতা করেছেন রিমন সোহেল ও মুন্না সহ আরও অনেকে  সালহা খানম নাদিয়া ২০০৮ সালে মডেলিং দিয়ে শুরু করেন ক্যারিয়ার। প্রথম দিকে টিভিসি করে পরিচিতি পান।

 

শুটের ফাঁকে অল্প আড্ডায় নাদিয়া বলেন :  একজন নায়িকার কর্মজীবনে ১৪ বছর ধরে প্রধান চরিত্র করা চাট্টিখানি কথা নয়। এর মধ্যে অনেক নায়িকা আসছে –যাচ্ছে , যাচ্ছে –আসছে , এর মধ্যেও আমি ধারাবাহিকভাবে কাজ করছি এখনো; এটাই আমার কাছে বড় পাওয়া। কোনটায় আমি করতে পারলাম, কোনটায় পারলাম না, সেটা নিয়ে ভাবতে চাই না। তবে আমাকে যেখানে পরিচালক সুযোগ দিয়েছেন, আমি আমার ছাপ রেখে যাওয়ার চেষ্টা করেছি। পুরস্কারও পেয়েছি। আমার অভাব শুধু একটা সুযোগের। যদি সুযোগ আসে, ও রকম কোনো চিত্রনাট্য পাই, অবশ্যই করব। এসব নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি অনেক কৃতজ্ঞ, যেসব পরিচালক আমাকে অনেক রকম চরিত্রে অভিনয়ের সুযোগ করে দিয়েছেন।

 

সালহা খানম নাদিয়া নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন।

ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’-এ দেখা গেছে তাঁকে। এ ছাড়া কলকাতায় কাজ করেছেন ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি চলচ্চিত্রে। অভিনয়ের পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত । অভিনয়ের বাইরে যতটা সময় পান, সেখানেই সময় দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com