1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
দ্বিতীয়বারের মতো দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড - দৈনিক আমার সময়

দ্বিতীয়বারের মতো দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড

আমার সময় অনলাইন
    প্রকাশিত : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের সীমানা পেরিয়ে সুদূর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দ্বিতীয়বারের মতো জমকালো আয়োজনে একঝাঁক শিল্পীদেরকে নিয়ে বসতে যাচ্ছে  ৬ষ্ঠতম ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২৪। আগামী ২৯ ডিসেম্বর দুবাইয়ের পাঁচ তারকা হোটেল রামি ড্রিম ডাওন টাওন এ ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্টিত হবে বলে নিশ্চিত করেছেন ফ্রেন্ডস ভিউ’র চেয়ারম্যান রবি চৌধুরী।

এই অ্যাওয়ার্ড  অনুষ্টানে অংশগ্রহণ করতে যাচ্ছে বিভিন্ন দেশের নামকরা তারকারা। ইতোমধ্যেই এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর বো আবদুল্লাহ কে আমন্ত্রণ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফ্রেন্ডস ভিউ  মিডিয়া এন্ড ইভেন্টস (এল এল সি) এর ফাউন্ডার এন্ড চেয়ারম্যান জনাব, রবি চৌধুরী। সাথে ছিলেন ম্যানেজিং পার্টনার মোহাম্মদ রফিকুল ইসলাম রূপম ও ডিরেক্টর মার্কেটিং মোঃ হেলাল উদ্দিন।

জানা যায়,জনাব ডক্টর বো  আবদুল্লাহর হাত থেকে কিছুদিন আগে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান  দুবাইয়ের গোল্ডেন ভিসা পান। বাংলাদেশী তারকাদের ভালবাসায় এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আয়োজক জনাব রবি চৌধুরী বলেন,  আমরা এবার  গ্লোবাল স্টারদের নিয়ে নতুন আঙ্গিকে ষষ্ঠবারের মতো ফ্রেন্ডস ভিউ স্টার  এওয়ার্ড সাজিয়েছি। এই এওয়ার্ড অনুষ্টানে প্রত্যেক বছর বাংলাদেশি সেলিব্রেটি অংশগ্রহণ করে আসছিল, এই প্রথম গ্লোবাল স্টারদেরকে নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২৪ দুবাই। আরেকটি বিশেষ চমক, এই অনুষ্ঠানে ডান্স ও ফ্যাশন শো  পরিবেশন করবেন বিভিন্ন দেশের নৃত্য শিল্পী ও মডেলরা। সেই সাথে সংগীত পরিবেশন করবেন পাকিস্তান ও শ্রীলংকান শিল্পীরা এবং অতিথি হিসেবে দুবাইয়ের শেখ পরিবারের লোকজন উপস্থিত থাকবেন।

তিনি বলেন, বাংলাদেশীদের জন্য ভিজিট ভিসা বন্ধ থাকার কারণে অনেক আর্টিস্ট ও গেস্টদের  আসতে অসুবিধার জন্য প্রধান অতিথির সহযোগিতায় এই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য এদেশের গভর্মেন্টের কাছে আর্টিস্ট ভিসার আবেদন করা হচ্ছে।

আরো বলেন,  এ বছরের অনুষ্ঠানটি অনেক ঝাঁকজমক পূর্ণ ভাবে সম্পন্ন করতে চান। তার জন্য সবার কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন। একজন  বাংলাদেশী তরুণ উদ্যোক্তা হিসেবে বিশ্বের বড় বড় আর্টিস্টদেরকে নিয়ে অনুষ্ঠান পরিকল্পনা করা হয়ে থাকে। অনুষ্ঠানের বিস্তারিত পরিকল্পনা প্রেস কনফারেন্সের মাধ্যমে সব কিছু জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com