মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)
ঢাকার দোহারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
২৬ মার্চ ( রবিবার) সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়।
এর পর উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। বীরমুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্বাধীনতা শোভাযাত্রা বের হয়ে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
এর পর দুপুরে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদশর্ন করা হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিকেলে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক বেপারী, দোহার পৌরসভার মেয়র মোঃ আলমাছ উদ্দিন, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুস্তাফিজুর রহমান,
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শামীম হোসেন, উপজেলা আইসিটি অফিসার আবদুল্লাহ আল বায়েজিদ, দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব রজব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ বোরহান উদ্দিন সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ , সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো: নাসির উদ্দীন, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার , দোহার পৌরসভার কাউন্সিলর জনাব হুমায়ূন কবির, জনাব আব্দুস সালাম শুকুর, জনাব পাপেল মাহমুদ নিজাম, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply