ঢাকার দোহার উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে। কুসংস্কার আর পুরনো জীর্ণতাকে পেছনে ফেলে বাঙালি সংস্কৃতিকর অনুষঙ্গ বর্ষবরণ উদযাপনে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এসময় সাদা আর লাল রঙের শাড়ি পরে শিশু এবং রমনীদের আনন্দ ছিল লক্ষনীয়। ছেলেরাও পায়জামা পাঞ্জাবি পরে মনে করিয়ে দিয়েছে পহেলা বৈশাখ বাঙালিদের এক মিলন মেলার দিন।
ধর্মীয়, সাম্প্রদায়িক, শ্রেণিগত অবস্থানের ঊর্ধ্বে উঠে বাঙালির শত শত বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক মানবিক চেতনার বার্তা সর্বত্র ছড়িয়ে দিতেই মূলত প্রতিবছরের মতো এবারও পালিত হয়েছে দিনটি।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশে^র আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মুস্তাফিজুর রহমান, দোহার পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আলমাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply