জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের বরখাল গ্রামে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। শুক্রবার ২১ জুন দুপুরে
পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্র্কৌশলী ও নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম পরিদর্শন করতে আসেন। চিকাজানি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম আক্কাস সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিক্রিয়া ব্যক্ত ও নদী ভাঙ্গন প্রতিরোধের দাবি তুলে ধরেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম আকা,ইউপি সদস্য আব্দুস ছালাম, ইউপি সদস্য আতিকুল ইসলাম আনম,ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন হাই স্কুলের প্রধান শিক্ষক একরামুল হক,নদী ভাঙ্গন এলাকার জনগণ, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সাংবাদিক সহ আরো অনেকে।
এ সময় নদী ভাঙ্গন এলাকা চিন্হিত করে সেখানেই জরুরি ভিত্তিতে কাজ শুরু করবে বলে জানিয়েছেন বক্তারা।
Leave a Reply