1. : admin :
দুবাইয়ে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২৩ - দৈনিক আমার সময়

দুবাইয়ে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২৩

বিনোদন ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

বাংলাদেশের সীমানা পেরিয়ে এবার সুদূর আরব আমিরাতে জমকালো আয়োজনে এক ঝাক শিল্পীদেরকে নিয়ে বসতে যাচ্ছে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ডের পঞ্চম আসর। ১০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠানের ঘোষণা দেন ফ্রেন্ডস ভিউর চেয়ারম্যান রবি চৌধুরী। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় রয়েল কনকড হোটেল এন্ড সুইটস দুবাইতে। বহুল আলোচিত এই ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ডটি অনুষ্ঠিত হবে মহান বিজয় দিবসকে সামনে রেখে ১৬ই ডিসেম্বর। দুবাইয়ের পাঁচ তারকা মানের হোটেল ক্রাউন প্লাজা দেরা দুবাইতে। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড অর্গানাইজিং কমিটির উপদেষ্টা শিবলী আল সাদিক (সভাপতি,প্রেসক্লাব দুবাই), আলহাজ্ব ইয়াকুব সৈনিক ও ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড এর কর্ণধার ও আয়োজক রবি চৌধুরী। রয়েল কনকড হোটেলের জিএম রাকিব ও দুবাইয়ের অর্গানাইজিং কমিটির সদস্য মমিন, রাহাত, জমির উদ্দিন ও রাকিব। এই সংবাদ সম্মেলনে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড সম্পর্কে সকল বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন রবি চৌধুরী সাথে শিবলী আল সাদিক। রবি চৌধুরী বলেন, এই প্রথম বাংলাদেশের অনেকগুলা আর্টিস্ট একসাথে দুবাইয়ের মাটিতে পা রাখছেন। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের দর্শক উপস্থিত থাকবে, ইন্ডিয়ান ডান্স টিম ডান্স পরিবেশন করবেন। ১৮ টি দেশের সুন্দরী প্রতিযোগিতার মডেলরা এই ফ্যাশন শোতে অংশগ্রহণ করবে। বাংলাদেশ থেকে যারা আসবেন, মনোয়ার হোসেন ডিপজল,জায়েদ খান, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, বিদ্যা সিনহা মিম,আসিফ আকবর, কোনাল, নিরব, অপু বিশ্বাস, মুসফিকুর ফারহান,কেয়া পায়েল,ইদিকা পাল সহ আরো অনেক শিল্পী কলাকৌশলী, মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, কোরিগ্রাফারা উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার সময় টেলিভিশন ও সমকাল, বাংলাদেশ কন্ঠ । ফ্রেন্ডস ভিউ স্টার আওয়ার্ডের বাংলাদেশ অর্গানাইজিং টিমের হয়ে যারা আছেন, সুমন চৌধুরী, তৌফিক, অপু, সিরাজুল ইসলাম রুবেল, রাজিব, প্রবীণ, প্রীতম। আগামী ১৬ই ডিসেম্বরে “ফ্রেন্ডস ভিউ স্টার এওয়ার্ড ২০২৩-দুবাই। অনুষ্ঠানটি যেন সুন্দর ও সফলভাবে করতে পারি তার জন্য দোয়া ও সহযোগিতায় কামনা করছি সবার কাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। সংগঠনটির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন ঘিরে আলোচনা-সমালোচনা এখনো চলমান। সাধারণ সম্পাদকের পদ নিয়ে জায়েদ-নিপুণের দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়ায়। এর সুরাহা না হতেই বতর্মান কমিটির মেয়াদ শেষের পথে; ফলে নির্বাচনের ডামাঢোল বাজতে শুরু করেছে চলচ্চিত্রাঙ্গনে। নতুন বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নিপুণ আক্তার। গতকাল রোববার দুপুরে শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। নিপুণ আক্তার বলেন, ‘বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। জাতীয় নির্বাচনের কারণে এখন কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না। তাই জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’ এ সময় নিজের প্যানেলের বিষয়ে নিপুণ বলেন, ‘গতবারও আমার প্যানেলে চমক ছিল। এরপর চমকের পর চমক দেখেই যাচ্ছেন। আগামী নির্বাচনেও চমক নিয়েই প্যানেল ঘোষণা করব।’ এদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আসছে নির্বাচনে তিনি সভাপতি পদে লড়বেন। তার প্যানেলেও চমক থাকবে বলে জানান এই অভিনেতা। ২০২২ সালের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন

© All rights reserved © dailyamarsomoy.com