তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই “এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম সম্মেলন কক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলা কলেজ থেকে ৭টি টিম আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
জেলার অংশগ্রহণকারী কলেজ হল, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, নবীনগর সরকারি কলেজ, বাঞ্ছারামপুর ডিগ্রী কলেজ , সরাইল অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ, আখাউড়া ক্যাব্রিয়ান স্কুল এন্ড কলেজ, নাসিরনগর সরকারি কলেজ ও আশুগঞ্জ সারকারখানা সরকারি কলেজ।
বিতর্কিত প্রতিযোগিতাযর বিচারক ছিলেন, রোমানা আক্তার (সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট), আসমা বেগম সহকারী শিক্ষক নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, রূপক মিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর।
এ অনুষ্ঠানের মডারেটর ছিলেন বিভূতি ভূষণ দেবনাথ সাবেক অধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতায় আখাউড়া ক্যাব্রিয়ান স্কুল এন্ড কলেজকে হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল “ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে, ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ণ”। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯ টি উপজেলার আন্তঃ কলেজ থেকে ৭টি টিম অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে যারা চ্যাম্পিয়ন হয়েছেন তারা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে বলে জানান।
Leave a Reply