1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
টাঙ্গাইলে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক - দৈনিক আমার সময়

টাঙ্গাইলে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
টাঙ্গাইল প্রতিনিধি:
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিত্যপণ্যের দাম যাতে আর না বাড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে সরকার। প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে রয়েছে নিত্যপণ্যের বাজার। রমজানকে ঘিরে অতিরিক্ত মুনাফাখোর অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্য বন্ধে বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। রমজানের সময় স্থানীয় পর্যায়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং পণ্যের ন্যায্য দামের বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন জেলা প্রশাসকগণ।
সেই লক্ষ্যে রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে এক অভিনব কর্মসূচি নিয়ে নিজেই মাঠে নেমেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বৃহ¯পতিবার জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার পার্কবাজারের সব ব্যবসায়ীদের মাঝে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় প্রতিটি দোকানে মুল্য তালিকা টানানো এবং অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি না করার নির্দেশ দেয়া হয়।
ছয় দফা সম্বলিত সচেতনতামূলক লিফলেটের মাধ্যমে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার রমজানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করার আহŸান জানান। একইসঙ্গে তিনি জেলাবাসীর প্রতি সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠারও আহŸান জানান। তিনি জানান, বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতনতা করাসহ সবার মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। ব্যবসায়ীরা যাতে মজুদ করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে সেজন্য তাদের নির্দেশনা দেয়া হয়েছে। কেউ বিধি নিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার , টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, পার্ক বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক জোয়াহের আলীসহ অনেকে।
একই সাথে স্থানীয় সরকারের উপপরিচালক ও অন্যান্য অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত পাঁচটি টিম আলাদাভাবে শহরের ভিন্ন পাঁচটি বাজারে এই লিফলেট বিতরণ করেন এবং বিশেষ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।  একই ভাবে জেলার ১২টি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলার জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে এবং বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com