জামালপুরে টিসিবি পণ্য ক্রয় করতে পারবেন আড়াই লাখ পরিবার
আব্দুল্লাহ আল লোমান,স্টাফ রিপোর্টার
প্রকাশিত :
শনিবার, ২২ জুলাই, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। এর অংশ হিসেবে জামালপুরে
জেলার ২ লাখ ৩৩ হাজার ৭২৪টি পরিবার সরকারের ভুর্তুকি মুল্যে এসব পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন। টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
শহরের শেখেরভিটা ঈদগাঁ মাঠে টিসিবির পণ্য বিক্রয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোক্তার হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।
এ সময় ১ হাজার উপকারভোগীর মাঝে ২ লিটার সয়াবিন, ২ কেজি মশুর ডাল ও ৫ কেজি করে চাল বিক্রয় করা হয়।
প্রতিলিটার সয়াবিন ১০০ টাকা, প্রতিকেজি মশুর ডাল ৬০ টাকা ও প্রতিকেজি চাল ৩০ টাকা দরে বিক্রি করা হয়।
Leave a Reply