1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
জমি দখলের অপপ্রচারের প্রতিবাদে কাউন্সিলরের সংবাদ সম্মেলন - দৈনিক আমার সময়

জমি দখলের অপপ্রচারের প্রতিবাদে কাউন্সিলরের সংবাদ সম্মেলন

আব্দুল্লাহ আল লোমান,জামালপুর জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে জমি দখলের অপপ্রচারের  তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী যুব লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর মোহন মিয়া।
বুধবার দুপুরে ইসলামপুর প্রেসক্লাবে মিলানায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভোক্তভোগী মোহন মিয়া তিনি অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রি মহল মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ তোলেও অপপ্রচার করছে। আমি কাউকে মারধর ও জমি দখল করিনি। আমি আমার ক্রয়কৃত জমি চিহ্নিত করায় একটি মহল রাজনৈতিক ভাবে আমাকে হেয় করছে।
এসময় নাগরিক টিভি ও  দৈনিক আমরা সময় পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমান, আনন্দ টিভি ও মানব জমিনের ইয়ামিন মিয়া,গ্লোবাল টিভির ফিরুজ মিয়া ৭১ টিভির লিয়াকত হোসেন,ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গণমাধ্যম কর্মীদের সরজমিনে তদন্ত করে নিরপেক্ষ একটি প্রতিবেদন করার জন্য অনুরোধ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com