প্রাচিন প্রেমর সৃত্মি গুলো,
নিশুত রাতে জাগে।
বিশ্বাসের পাড় ভেঙ্গেছো,
আমার ছিলে আগে।।
বেনুর হিয়া শূন্য যে আজ,
তোমার এখন অন্যের ঘর।
চোখে নদির স্রোতধারা,
ক্ষয় ব্যাথার বালুচর।।
লৌহকপাট তোমার আবেগ,
সর্বনাসা তোমার তরে।
দিশেহারা আমারিই ক্ষয়,
চিন্তারা সব কারাগারে।।
Leave a Reply