1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চিন্তায় পড়েছো - দৈনিক আমার সময়

চিন্তায় পড়েছো

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

 

– রানা বর্তমান
সাহিত্যিক ও নির্মাতা

আমি তোমাকে আজ প্রথম দেখলাম।
আমার মনে হয় আমি তোমাকে অনেকটা দিন ধরে চিনি।
তোমাকে আমার আজকের গোপন কথা বলে দিয়েছি, যা আমি কখনই চাইনি।
তুমি আমার কথাগুলো শুনছো!
আমার মনে হয় তুমি ভেবেছিলে আমি বিষয়টা শেষ করব না।
তুমি চিন্তায় পড়েছ, আচ্ছা আমরা কি বন্ধুর চেয়ে বেশি হব? নাকি বন্ধুত্বেই সীমাবদ্ধ থেকে যাবে আমাদের এ সম্পর্ক-আমাদের এ পরিচয়।।

একটি বারের জন্য তুমি বলো! পরিষ্কার করে বল!
আমি জানি তুমি বাস্তব এবং খুবই সাহসি।
একটি ছেলে, যত্নশীল এবং মৃদু আবেগ মাখা কন্ঠে একটি হৃদয় মিশিয়ে কিছু সত্য অনুভূতি প্রকাশ করছে।
তোমার পাশে ভালোবাসায় আহত হয়ে কেউ দু:খের সঙ্গে…বলছে ভালোবাসে তোমায়।
অথচ তুমি কিছু বলছো না কিন্তু কেন!!

রাগ নাকি অভিমান করলে তুমি! আমি বলেছিলাম আমাকে ছেড়ে যেও না।
আলগা অনুভূতির কারণে আমার সাহস আছে।
তোমার সম্পর্কে আমি কিছুই জানিনা! আমি তোমাকে চিনিনা এটা সত্য কিন্তু আমার হৃদয় তোমাকে চিনেছে। যেমন আমাদের আগে কক্ষনো দেখা হয়নি অথচ মাঝে মাঝে আমি আশ্চর্য হই।
আমি তোমাকে ছাড়া কি করতে পারি! নেশায় ডুবে ডুবে নেশাখোরে পরিণত হব! নাকি আমি দেবদাস হয়ে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com