1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চলন্ত বাসে ছিনতাইয়ের মূলহোতা গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ - দৈনিক আমার সময়

চলন্ত বাসে ছিনতাইয়ের মূলহোতা গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানা পুলিশ চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতা একজন আসামিকে গ্রেফতার করেছে।
জানা যায়, শনিবার (২৬ অক্টোবর ২০২৫) রাত ১০টা ৫০ মিনিটের দিকে অফিসার ইনচার্জ বন্দর থানার সার্বিক তত্ত্বাবধানে নৈশ স্পেশাল-৫২ টিমের এসআই (নিঃ) মোঃ এরশাদ মিয়া ও তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় তারা বন্দর থানাধীন কাস্টম মোড়ে একটি সিটি সার্ভিস বাসের ভেতরে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতা মোঃ আকবর হোসেন (২৪)-কে আটক করতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে কাস্টম মোড়ে চলন্ত বাসে থাকা চারজন দুর্বৃত্ত এক অজ্ঞাতনামা যাত্রীকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ছিনতাই করে। যাত্রীরা তাৎক্ষণিকভাবে আকবর হোসেনকে ধরে ফেললেও তার সহযোগী তিনজন দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় জনৈক মোঃ আরিফ হোসেন (২৭) ঘটনাস্থলেই আটককৃত ছিনতাইকারী আকবর হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করেন।
পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে থানায় নিয়ে আসে এবং ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।
এই ঘটনায় বন্দর থানায় মামলা নং-১২, তারিখ-২৭/১০/২০২৫ইং, ধারা-৩৯৪ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com