আসলাম ইকবালঃ
চলচ্চিত্রের গান মানুষকে বিমোহিত করে, আন্দোলিত করে। যদি হয় জীবন ঘনিষ্ট চলচ্চিত্র, তাহলে তো মানুষের মনকে তো নাড়া দিবেই। তারপর যদি হয় সুনামধন্য চিত্রপরিচালক, তাহলে তো গানটি জনপ্রিয়াতা পাবেই। সুনামধন্য-সিনিয়র চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, ঝন্টু সাহেবের নির্মিয়মান সিনেমা ‘ফুলজান বিবির স্বপ্ন’ সিনেমায় সম্প্রতি একজন নবাগত শিল্পী সোনিয়াকে সুযোগ দিয়েছেন প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে। সিনেমায় নতুন হলেও সোনিয়া একজন প্রফেশনাল সঙ্গীত শিল্পী। সরকারী মিউজিক কলেজ থেকে উচ্চতর ডিগ্রী নিয়েছেন। শিল্পকলা একাডেমী ও আব্বাস উদ্দিন একাডেমী থেকে সার্টিফিকেট কোর্স করেন। প্রয়াত ইন্দ্রমোহন রাজবংশী, ইদ্রিস আলী ও আবু সাঈদ হলেন তার উস্তাদ ও শিক্ষাগুরু। সোনিয়া বেতার ও টেলিভিশনে গান গেয়েছেন। চলচ্চিত্র অভিনেতা ও বন্ধনের যুগ্ম-সাধারন সম্পাদক রাফিউদ্দিন সেলিম এর আমন্ত্রনে বন্ধনের মহড়া কক্ষে ঝন্টু সাহেব সোনিয়ার গান শুনে মুগ্ধ হয়ে তাকে সিনেমার গানে কন্ঠ দেওয়ার সুযোগ করে দেন।
ইমপ্রেস টেলিফিল্মস এর প্রযোজনায়, দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘ফুলজান বিবির স্বপ্ন’ সিনেমার গানঃ ‘বলছি তোমায় সুরে সুরে, দেখলে মনটা আমার উতাল পাতাল’। গানের কথা লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু। গানটির সুর ও সঙ্গীত বেলাল হোসেন চঞ্চল, শিল্পী সোনিয়া ও নবাগত পলাশ লৌহ এর দ্বৈতকন্ঠে গানটির রেকর্ডিং ‘বাউল’ স্টুডিওতে অনুষ্ঠিত হয়েছে। চলচ্চিত্র পরিচালনায় এই ছবিটি ঝন্টু সাহেবের ৮৭ তম ছবি। ফুলজান বিবির স্বপ্ন ছবিতে অভিনয় করবেন ফেরদৌস আহমেদ, নিপুন আক্তার, কাজী হায়াৎ, গাঙুয়া, সেলিম আহমেদ ও অন্যান্যরা। সোনিয়া তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন-বাঙালি সাংস্কৃতিক বন্ধন সংগঠনের সভাপতি ও প্রিয়াংকা গ্রুপের চেয়ারম্যান সাইদুর রহমান সজল, ইমপ্রেস টেলিফিল্ম ও চিত্রপরিচালক ঝন্টু সাহেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ছবি সংগ্রহঃ মোস্তাফিজ মিন্টু।
Leave a Reply