গাজীপুর সদর উপজেলায় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল
করেছে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ( জেটেব )গাজীপুর জেলা কমিটির নেতাকর্মীরা।
শুক্রবার ( ১৯ মে) বিকাল ৫টার দিকে সদর উপজেলার বাঘেরবাজার এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ( জেটেব ) গাজীপুর জেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেটেব গাজীপুর জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদ কাঁইয়া, সদস্য সচিব ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন সুমন মোড়ল, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রুহুল আমিন রুবেল সহ জেটেব গাজীপুর জেলা শাখার বিভিন্ন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল ,ডাল ,তেল, কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ ১০ দফা দাবি তুলে ধরেন।
এর আগে ১৪ই মে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ( জেটেব ) গাজীপুর জেলা শাখার আহবায়ক কমিটির ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ইঞ্জিনিয়ার মাসুদ কাঁইয়াকে আহবায়ক এবং ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন সুমন মোড়ল কে সদস্য সচিব করা হয়।
Leave a Reply