1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ,পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ,লাঠিপেটা - দৈনিক আমার সময়

কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ,পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ,লাঠিপেটা

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
বন্ধ ঘোষণার ১দিন পর কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুরের শ্রীপুরের এএ ইয়ার্ন মিলস লিমিটেডের শ্রমিকেরা। এসময় পুলিশ শ্রমিকদের ধাওয়া দিলেও সড়ক থেকে সরে না যাওয়ায়  সাইন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের ওই কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে দফায় দফায় অবরোধ করেন। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করেছে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
কারখানার শ্রমিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,’ বকেয়া বেতনের দাবিতে গত ২৩ অক্টোবর কারখানার প্রায় সব শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এরপর পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা এসে বেতন পরিশোধের আশ্বাসে আন্দোলন বন্ধ করেন। সেসময় কারখানা কর্তৃপক্ষ জানিয়েছিল, সোমবার (২৭ অক্টোবর) থেকে পুরোদমে কারখানা চালু হবে। কিন্তু সেদিনই মূল ফটকের সামনে কারখানা বন্ধের অনির্দিষ্টকালের নোটিশ ঝুলানো হয়। পরে পুলিশ নাকি বলেছিলেন, মালিক পক্ষের সঙ্গে কথা বলে মঙ্গলবার (আজ) থেকে কারখানা চালু হবে। কিন্তু আজও শ্রমিকরা দেখে কারখানা বন্ধ। পরে আবারও আন্দোলন শুরু করে।
শ্রমিকরা বলেন,’ আমরা কি করবো,কই যামু। আমাদের জীবনের কি দাম আছে..?। যখন তখন মালিক পক্ষ যা বলবে তা-ই হবে..! আমাদের কর্ম ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আজকেও আন্দোলনে নেমেছি।’
এ বিষয়ে কারখানার মানবসম্পদ কর্মকর্তা মনির হোসেন মুঠোফোনে বলেন, ‘ বেতন দাবির সময় আন্দোলন করো কারখানার ভেতরে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ভাঙচুর করেছে শ্রমিকরা। যার কারখানা চালু রাখা সম্ভব হচ্ছে না। তাই, মালিকপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’
এ বিষয়ে শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল লতিফ বলেন,”মহাসড়ক অবরোধ করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হয়। প্রথমে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে চেষ্টা করি। তারা কোনো ভাবেই শুনেনি। আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করি। কিন্তু শ্রমিকেরা দফায় দফায় রাস্তায় নামছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহাম্মদ আব্দুল বারিক বলেন,’ খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের পুলিশ সদস্যরা সজাগ দৃষ্টি রেখেছেন। মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে বদ্ধপরিকর।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com