দিদারুল আলম সিকদার কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনালের ক্যাপ্টেন কক্স ফিলিং স্টেশনে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম প্রকাশ সালাম কোম্পানির মালিকানাধীন এ, সালাম এসি বাসের ভিতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুনে জলে উঠে । পরে ফিলিং স্টেশনের কর্মচারী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসের ভিতরের পুরো অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ৯ টা ৩০ মিনিটের সময় কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনালাস্হ ক্যাপ্টেন কক্স ফিলিং স্টেশনে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই ঘটনায় প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মালিক পক্ষ। তবে মালিকপক্ষের দাবি তাদের বাসে কিছু চিহ্নিত মুখোশধারী চাঁদাবাজরা পূর্ব পরিকল্পিতভাবে পেট্রোল বোমার মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেন। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ঘটনার বিবরণ ও বাসের সুপারভাইজার আরিফ হাসান সবুজ জানান, কক্সবাজার-চকরিয়া রোডে একমাত্র শীততাপ নিয়ন্ত্রিত এ, সালাম সার্ভিসের একটি বাস (যাহার নং-স-১২০১০৩) গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় চকরিয়া থেকে ৩২ জন যাত্রী নিয়ে রাত ৯ টা ৩০ মিনিটের সময় কক্সবাজারের কলাতলী পৌছে যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়ির তেল নেওয়ার জন্য বাস টার্মিনালস্হ ক্যাপ্টেন কক্স ফিলিং স্টেশন এসে পৌঁছার ২ মিনিট পর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে বাসের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে এসে অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসের ভিতরের পুরো অংশ আগুনে পুড়ে গিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বাসের মালিক কক্সবাজার জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি ( রেজি নং-২০৪৭)’র সভাপতি ও এ, সালাম সার্ভিসের চেয়ারম্যান আব্দুস সালাম প্রকাশ সালাম কোম্পানি জানান, বাস টার্মিনাল ও লিংক রোড এলাকার কিছু চিহ্নিত মুখোশধারী চাঁদাবাজ বিভিন্ন সময় আমাদের কাছে চাঁদা দাবি করে। আমি তাদেরকে চাঁদা না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমার মালিকানাধীন এ সালাম এসি বাসে পেট্রোল বোমার মাধ্যমে বিকট শব্দে বিস্ফোরণ ঘটিয়েছে। আমি প্রশাসনের নিকট এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করছি এবং সেই সাথে উক্ত চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।।
এই ঘটনায় তিনি বাদী হয়ে উক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে জানান ।
Leave a Reply