এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো আর নেওয়া হবে না। পরীক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।
৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনাকে উৎখাতের পর দেশে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই দুশ্চিন্তায়, তখন শিক্ষার্থীরা ট্রাফিকিংসহ এলাকাভিত্তিক নিরাপত্তার দায়িত্বে নেমে পড়েন। এর আগে কোটা সংস্কারের দাবিতে গত ১ জুলাই থেকে আন্দোলনে নামেন তারা। উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়।
পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে জানানো হয়, ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না।
এদিকে, পরীক্ষার্থীরা সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ডে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নেন তারা। জানান, পরীক্ষায় বসার মতো অবস্থায় নেই বলে বিক্ষোভ করছেন। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের দাবি ছিল, ইতোমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করা হোক। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সন্ধ্যায় যৌক্তিক দাবি পূরণের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ মো. আবুল বাশার।
Leave a Reply