রাজধানীর উত্তরায় একটি মহিলা হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় তাহমিনা আক্তার তন্নি (১৭) নামে কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত তাহমিনা আক্তার তন্নী গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া গ্রামের মোঃ আনিস মিয়ার মেয়ে।
৬ মে শনিবার আনুমানিক দুপুর ২ ঘটিকায় উত্তরা ১৩ নম্বর সেক্টর ৫ নম্বর রোডের ৪৫ নম্বর বাড়ির পঞ্চম তলায় একটি বন্ধ কক্ষ থেকে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মৃত তাহমিনা উত্তরার নবাব হাবীবুল্লাহ কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তাহমিনা উত্তরার ওই হোস্টেলে থেকে পড়াশুনা করতো।
হোস্টেল কর্তৃপক্ষ হীরা জানায়, প্রেমজনিত ঝামেলার কারণেই মেয়েটি আত্মহত্যা করে। মেয়েটির সাথে একটি ছেলের ৯ মাসের সম্পর্ক ছিল। এবং মেয়েটি যখন জানতে পারে ওই ছেলেটি আরো ৩ বছর আগে বিয়ে করেছে এবং তার বিবাহিত স্ত্রী রয়েছে। তখন মেয়েটি ভেঙে পড়ে এবং আত্মহত্যা করে।
এই বিষয়ে উত্তরা পশ্চিম থানার অপারেশন ওসি প্রার্থ প্রতিম ব্রহ্মাণ্ড জানায়, ৯৯৯ এ পেয়ে আমরা দ্রুত ওই বাসায় উপস্থিত হই এবং আশেপাশের লোকজনের উপস্থিতিতে ওই বাসার কক্ষটির দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই ছাত্রীকে ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
পরবর্তীতে আমরা মৃত দেহটি উদ্ধার করে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা যথাযত ভাবে গ্রহণ করা হয়েছে।
Leave a Reply