“বরবাদ” শিরোনামের নতুন একটি ফোক ডুয়েট গান গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা ও জুয়েল। গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। গতকাল সন্ধ্যা ৬ টায় মগবাজারের স্টুডিওতে গানটির অডিও এবং স্টুডিও ভার্সন মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। গানটিতে কণ্ঠ দেওয়ার পর সালমা ও জুয়েল অনুভূতি জানিয়ে বলেন- ছোট ছোট সুন্দর কথামালা দিয়ে সাজানো এই গানটি দর্শকদের মনে বেশ বিনোদন দেবে। এবং অনেকের কাছে গানের কথাগুলো জীবনে বাস্তব হিসেবে মিলে যাবে। রেকর্ডিং শেষে এই গান সম্পর্কে গীতিকার আশিক বন্ধু বলেন- গানটির শিরোনাম বরবাদ হলেও গানটি বেশ মজার এবং নাচের গান। সরল মনে প্রেম করে অনেকের জীবন বরবাদ হয়, আর তা গানে গানে লিখেছি আমি। সালমা ও জুয়েল বেশ সুন্দর করে গানটি কন্ঠ তুলেছে। এরই মধ্যেঅডিও রেকর্ডিং শেষে লাল মোহাম্মদ এর চিত্রগ্রহণে স্টুডিও ভার্সন শুটিংও শেষ হয়েছে। এখন এডিটিং শেষে আসছে ঈদ উপলক্ষে গানটির অডিও ভিডিও বন্ধু মিউজিক স্টেশনের ব্যবস্থাপনায় মুক্তি পাবে।
Leave a Reply