•ইমন হোসেন:
ফেব্রিক এবং গুনগত মানের জন্য বহুবছর ধরে সুপরিচিত ফ্যাশন ব্র্যান্ড আর্টিসান আউটফিটার্স এবার নিয়ে এলো পেশাজীবীদের জন্য আরও সুলভ এবং আরামদায়ক ফর্মাল পোশাকের নতুন রেঞ্জ – “আরাভ ই সিরিজ”। সম্প্রতি ২৯ শে মার্চ, ২০২৩ মিরপুর – ১ এ অবস্থিত ব্র্যান্ডটির ফ্ল্যাগশীপ শোরুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উক্ত রেঞ্জের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিত্ব, আর্টিসান আউটফিটার্স এর চেয়ারম্যান অনিতা গমেজ, আর্টিসান আউটফিটারস লি: ব্যবস্থাপনা পরিচালক জনাব আলী আহাম্মদ রাসেল এবং আর্টিসান এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের কর্মীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বক্তব্য প্রদান করেন আর্টিসান আউটফিটারস লি: ব্যবস্থাপনা পরিচালক জনাব আলী আহাম্মদ রাসেল। তিনি বলেন যে ‘আর্টিসান তরুণ পেশাজীবীদের সুবিধার্থে আরাভ নামক এই রেঞ্জটি নিয়ে এসেছে যা কর্মব্যস্ত মানুষের সারাদিনকে আরও আরামদায়ক এবং সহজসাধ্য করে তুলবে এবং অচিরেই যেকোনো অফিশিয়ালদের নিত্যদিনের ব্যবহারে প্রথম পছন্দ হয়ে উঠবে।
Leave a Reply