নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শোভাযাত্রা শেষে একাডেমির মিলনায়তনে আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৪:৩০ মিনিটে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রুনা লায়লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ই-সেবা কেন্দ্র শিক্ষা শাখার সিনিয়র সহকারী কমিশনার ইলোরা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম. এ. রাসেল,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম প্রমূখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী সামিয়া রহমান ও সবুজ রায়।
নৃত্যানুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতি সংগঠনের শিশু কিশোর ও একাডেমির প্রশিক্ষকগন নৃত্য পরিবেশ করেন।
Leave a Reply