মো: মিজানুর রহমান বাবু, সৌদি আরব প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ২৩ মার্চ বৃহস্পতিবার পালিত হচ্ছে ১৪৪৪ হিজরি সনের রমযান মাসের প্রথম রোজা।
গত মঙ্গলবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি দেশটির কোথায়ও পবিত্র রমজান মাসের চাঁদ দেখতে পাননি। তাই শাবান মাস ৩০ দিন পূর্ণ করার নির্দেশ দেন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও আজ বৃহস্পতিবার পবিত্র রমযান মাসের রোযা পালিত হচ্ছে।
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ পবিত্র রমযান মাস উপলক্ষে সৌদি নাগরিক, প্রবাসী এবং বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। সৌদি আরবের প্রতিটি মসজিদে তারাবীহর নামাজে কুরআন তেলোয়াতের মধুর ধ্বনিতে মুখোরিতো হয়ে উঠেছে চারপাশ। মসজিদ আল হারামে আজ প্রথম রোযার তারাবীহর নামাজের ইমামতি করেন শাইখ আব্দুর রহমান আস সুদেইস ও শাইখ ইয়াসের আল দোসরী এবং মসজিদে নববীতে তারাবির নামাজের ইমামতি করেন শাইখ আহমাদ আল হুদাইফি ও শাইখ আল বুয়াইজান।
Leave a Reply