1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৪ দিনব্যাপী জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলন সমাপ্ত - দৈনিক আমার সময়

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৪ দিনব্যাপী জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলন সমাপ্ত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজা ফরিদপুরী (র:) ছাহেবের ওফাত স্মরণে চার দিনব্যাপী বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

ফরিদপুরের সদরপুরে বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী এ বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার রওযা শরীফ জিয়ারত ও আখেরী মুনাজাতের মধ্য দিয়ে এ ইসলামী সম্মেলন সম্পন্ন হয়েছে।

 

এই সম্মেলন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো আশেকান-জাকেরান ও ভক্তবৃন্দরা দরবার শরিফে জমায়েত হয়েছিলেন। এখানে এসে নফল ইবাদত, মিলাদ মাহফিল, জিকির-আসকারের মধ্য দিয়ে সময় পার করেছেন জাকেরান। আগতদের অবস্থানের জন্য করে তোলা হয়েছে অস্থায়ী সামিয়ানা ও প্যান্ডেল। রয়েছে আগত প্রত্যেকের জন্য বিশেষ খাবার ব্যবস্থা।

 

বিশ্ব ইসলামী সন্মেলনে  জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার দল মত,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রয়াসে জাতীয় ঐক্য গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।

 

সরেজমিনে দেখা যায়, জাকের পাটির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (র:) ছাহেব স্মরণে বিশ্ব ইসলামী সন্মেলনে বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল  শান্তিকামী মানুষের মহাসমুদ্র ও মহামিলন মেলায় পরিনত হয়েছে।

 

মানুষে মানুষে সৌহার্দ্য, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, বিশ্বাস, আস্থা ও ভালোবাসার বন্ধন রচনার তাগিদ দেয়া হয় জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলনে।

 

শামীম হায়দার বলেন, আমরা এক আল্লাহ, এক রাসূল (সা:), এক কলেমায় বিশ্বাসী। অতএব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে বিভক্তি সৃষ্টি কইরেন না। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী যদি দেশের মানুষের দায়িত্ব নিতে পারে, তাহলে সত্যিকার অর্থেই দেশের মানুষের কল্যাণ বয়ে আনবে।

 

সম্মেলনে দেশবাসীর উদ্দেশ্য জাকের পার্টির মহাসচিব শামিম হায়দার আরও বলেন, আপনারা যে বাংলাদেশ চান, যে সমাজ ব্যবস্থা চান তা জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল উপহার দিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com