গত বৃহস্পতিবার (২২ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার আহলাদিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ আকস্মিকভাবে পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।
তিনি নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
ইউএনও জামশেদ আলম রানা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবন নির্মাণের সময় মানসম্মত উপকরণ ব্যবহার, সময়মতো কাজ সম্পন্ন এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “নির্মাণ কাজের মান নিশ্চিত না হলে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য তা ঝুঁকিপূর্ণ হতে পারে।”
এ সময় উপস্থিত ছিলেন – বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ঠিকাদার প্রতিষ্ঠানটির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করে ইউএনও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
উল্লেখ্য, ইউএনও জামশেদ আলম রানা ২০২৪ সালের ৫ ডিসেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলায় যোগদান করেন। তিনি এর আগে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
আহলাদিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের মান নিশ্চিত হলে শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে, যা শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে।
Leave a Reply