1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
অতিরিক্ত চকলেট খেলে হতে পারে যেসব সমস্যা - দৈনিক আমার সময়

অতিরিক্ত চকলেট খেলে হতে পারে যেসব সমস্যা

আমার সময় অনলাইন
    প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

আমাদের মধ্যে অনেকেরই চকোলেট খুব প্রিয়। তাই তো তারা প্রায় প্রতিদিনই চকোলেট মুখে নেন। আর এমন চকোলেটপ্রীতি দেখে চমকে ওঠেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই মিষ্টি খাবার শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই এর থেকে দূরে থাকাই শ্রেয়। প্রশ্ন উঠতে পারে, কেনো চকোলেট থেকে দূরে থাকতে হবে। তাহলে জেনে নিন রোজ রোজ এই ভালোবাসার খাবার খেলে কী কী রোগ হতে পারে।

পেটের সমস্যা হতে পারে
অনেকেই নিয়মিত গ্যাস ও অ্যাসিডিটিতে ভোগেন। আর এই ব্যক্তিরা যদি রোজ রোজ চকোলেট খান, তাহলে এ সমস্যা আরো বাড়বে। কারণ এই মিষ্টি খাবারে রয়েছে ক্যাফেইন, মিষ্টি ও ফ্যাট। আর এসব উপাদান সরাসরি পেটের সমস্যার কারণ হতে পারে। এমনকি এসব উপাদানের মাধ্যমে পাকস্থলিতে থাকা উপকারী সব ব্যাকটেরিয়ার অনেক ক্ষতি হতে পারে।  যার ফলে হতে পারে গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা। তাই পেটের গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা থেকে বাঁচতে রোজ রোজ চকোলেট খাওয়া বাদ দিতে হবে।

সুগার বৃদ্ধি পাবে
মিষ্টি বা চিনি হলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই নিয়মিত অত্যধিক চিনি মেশানো খাবার খেলে পিছু নিতে পারে ক্লান্তি। সেই সঙ্গে মুড বিগড়ে যেতে পারে। শুধু তা-ই নয়, অত্যধিক মিষ্টি খাবার খেলে বাড়তে পারে সুগার। এমনকি বিপদে ফেলতে পারে ব্লাড প্রেশারের মতো অসুখ। তাই এসব জটিল রোগের থেকে দূরত্ব বজায় রাখতে এখন থেকেই প্রতিদিন চকোলেট খাওয়া বাদ দিতে হবে।

ক্ষতি করবে ক্যাফেইন
শুধু কফিতেই ক্যাফেইন থাকে না, বরং চকোলেটেও বেশ কিছুটা পরিমাণে এই উপাদান মেশানো হয়। আর এই উপাদান শরীরের জন্য খুব একটা ভালো নয়। বরং চকোলেটের মাধ্যমে নিয়মিত শরীরে ক্যাফেইন প্রবেশ করলে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে। সেই সঙ্গে বাড়তে পারে দুশ্চিন্তা, উৎকণ্ঠার মতো সমস্যা। সারাক্ষণ লেগে থাকতে পারে ক্লান্তি।

ওজন বাড়তে পারে
শরীরের ওজন বাড়লেই সমস্যা শুরু হয়। এর ফলে ডায়াবেটিস, কোলেস্টেরল, হাই প্রেশারসহ একাধিক জটিল রোগে জড়িয়ে যেতে পারেন। তাই চেষ্টা করুন যেকোনোভাবে ওজন কমিয়ে ফেলার। তাই তো চকোলেট খাওয়া বন্ধ করতে হবে। কেননা এতে রয়েছে ক্যালোরির ভাণ্ডার। আর এই অত্যধিক ক্যালোরি কিন্তু ওজন বাড়াতে পারে। তাই শরীর ভালো রাখতে চকোলেট খাওয়ার লোভ সামলে নিতে হবে।

অ্যালার্জি হতে পারে
চকোলেট একটি দুগ্ধজাত খাবার। আর অনেকেরই দুধে অ্যালার্জি থাকে। শুধু তা-ই নয়, এতে মজুদ বাদামও অনেকের সহ্য হয় না। তাই অত্যধিক পরিমাণে চকোলেট খেলে তাদের ত্বকে ব়্যাশ বের হয়। বিভিন্ন জায়গা ফুলে ওঠে। এমনকি শ্বাসকষ্টও হতে পারে। তাই এসব সমস্যা থেকে বাঁচতে যতটা সম্ভব চকোলেট এড়িয়ে চলুন। সবচেয়ে ভালো হলো, এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া। তবে আর কোনো সন্দেহ থাকবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com