মানিকগঞ্জের সিংগাইরে ব্যাটারি চালিত তিনচাকার মিশুক চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীরা চোর চক্রের ২ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিংগাইর উপজেলার চর সিংগাইর গ্রামের জাহিদ ও একই গ্রামের সাব্বির।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, তাদের উপজেলার দক্ষিণ ধল্ল্যা গ্রামের আসিয়াল কোম্পানির গেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ‘রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইর উপজেলার ধল্ল্যা গ্রামের আব্দুল মজিদ তার বাড়ির সামনের খালি জায়গায় অটোরিকশা রাখলে সেটি চুরি হয়ে যায়। পরে মজিদের ভাগ্নে জানায় তার অটোরিকশা কয়েকজন ফোর্ডনগর এলাকার দিকে নিয়ে যাচ্ছে। মজিদ খোঁজাখুজি করতে থাকেন।
একপর্যায়ে সোয়া ১২টার দিকে উপজেলার দক্ষিণ ধল্ল্যা গ্রামের আসিয়াল কোম্পানির গেটের সামনে অটোরিকশাটি দেখতে পায়। মজিদ মোটরসাইকেল নিয়ে অটোরিকশার সামনে ব্যারিকেড দিলে চোর চক্রের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা ওই দুই চোরকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।’
অটোরিকশাটি জব্দ করে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply