1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
সমগ্র সিরাজগঞ্জের মেধাবীদের সন্মানিত করবে কে এম আর এফ - দৈনিক আমার সময়

সমগ্র সিরাজগঞ্জের মেধাবীদের সন্মানিত করবে কে এম আর এফ

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

২০০১ সাল থেকে মানবকল্যানমুলক সংগঠন খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন (কে এম আর এফ) সিরাজগঞ্জে বৃত্তিপ্রদান অনুষ্ঠান করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী ২০ জানুয়ারি ২০২৪, শনিবার সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে আড়ম্বরপূর্ণ বৃত্তিপ্রদান অনুষ্ঠান।

এ আয়োজনে সিরাজগঞ্জ জেলার সমগ্র উপজেলার ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ৬৮৮ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করবে এই ফাউন্ডেশন। আনন্দঘন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।

সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মীর মোহম্মদ মাহবুবুর রহমান অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করতে সম্মতি প্রদান করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. শরমিন ফেরদৌস চৌধুরী এবং শাহজাদপুর থানার থানার অফিসার ইন-চার্জ মোঃ খায়রুল বাসার।

ফাউন্ডেশনের বৃহত্তর উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভুইয়া রোমেলের সার্বিক তত্ত্বাবধানে সিরাজগঞ্জ জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও সমাজের বিভিন্নস্তরের পেশাজীবি মানুষের উপস্থিতিতে এ অনুষ্ঠানে বৃত্তিপ্রদানের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন রয়েছে। এতে অংশগ্রহণ করবেন স্কুলের ছাত্রছাত্রী এবং দেশবরেণ্য তারকা শিল্পী।

এ প্রসঙ্গে কেএমআরএফ এর বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান সংবাদ মাধ্যমকে জানান, ২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন বৃত্তিপ্রদান কার্যক্রমের পাশাপাশি আরো ২টি মানবকল্যানমুলক কার্যক্রম করে আসছে সারাদেশজুড়ে। অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ঢাকার শ্যামলীবাগ শ্যামলীতে ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে বিনামুল্যে চিকিৎসাপত্র প্রদান কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শুধুমাত্র খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে ‘ছাদকা- ই – জারিয়া’ হিসেবে এককালীন মুলধন প্রদান করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com