1. : admin :
মাগুরায় ইজিবাইক শ্রমিকের উপর হামলার অভিযোগ - দৈনিক আমার সময়

মাগুরায় ইজিবাইক শ্রমিকের উপর হামলার অভিযোগ

আমার সময় অনলাইন
    প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

মাগুরা শহরের পৌরসভার পারনান্দুয়ালী শেখপাড়া এলাকায় হাবিব বাহিনীর তান্ডবে নিরীহ ইজিবাইক শ্রমিকের উপর নির্লীপ্ত হামলার ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

১৭মার্চ রবিবার রাত ৭টা ৩০মিনিটের সময় মাগুরা শহরের ব্রাক এর কার্যালয়ের সামনে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

আহত শ্রমিক মনিরুল ইসলামের স্ত্রী সারজিনা বেগম
বাদী হয়ে মাগুরা সদর থানায় হামলার প্রধান হাবিব সহ ৩ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে আহত মনিরুলের স্ত্রী ঘটনা উল্লেখপূর্বক বলেন, পূর্ব থেকে আসামীদের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে আমার স্বামী মো: মনিরুল ইসলাম (৪০), পিতা-মহিউদ্দিন শেখ এর বিরোধ চলে আসছিল। যার কারনে সকল আসামীরা আমার স্বামীকে নানাভাবে ক্ষয়ক্ষতি করার চেষ্টায় ছিল। আমার স্বামী পারনান্দুয়ালী শেখপাড়াস্ত বন্ধন অটো হাউজের হেড মিস্ত্রী। ঘটনার দিন ১৭মার্চ রাত অনু: ০৭.৩০ মিনিটের সময় বন্ধন অটো হাউজের মালিক মোঃ সোহেল মল্লিক আমার স্বামী মনিরুল ইসলাম এর নিকট একটি ইজিবাইক ক্রয় করার জন্য ২লক্ষ টাকা দিলে আমার স্বামী উক্ত টাকা নিয়ে আমার কন্যা মোছা: সাদিয়া খাতুন (১১) কে বাসায় রাখার উদ্দেশ্যে বাইসাইকেলযোগে রওনা হয়ে পারনান্দুয়ালী ব্রাক অফিসের সামনে রাস্তার উপর পৌছিলে সকল আসামীরা পূর্ব থেকে ওৎ পেতে থেকে হাতে লোহার রড ও হাতুড়ি নিয়ে অতর্কিত ভাবে আমার স্বামীকে পথরোধ করে। তখন ৩নং আসামী বিল্টু হুকুম দিয়ে বলে শালাকে খুন করে ফেল, হুকুম পাওয়ার সাথে সাথে সকল আসামীরা তাদের হাতে থাকা লোহার রড ও হাতুড়ি দিয়ে আমার স্বামীর শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে নীলাফোলাযুক্ত জখম করে। ১নং আসামী হানিফ তার হাতে থাকা লোহার রড দিয়ে খুনের উদ্দেশ্যে আমার স্বামী মনিরুল ইসলাম এর মাথা লক্ষ্য করে আঘাত করলে আমার স্বামী বামহাত দিয়ে উক্ত আঘাত ঠেকানোর চেষ্টাকালে স্বামীর বাম হাতের সলায় আঘাত লেগে গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। ২নং আসামী হাবিব আমার স্বামী মনিরুল ইসলাম এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে থাকা ইজিবাইক ক্রয় করার ১লক্ষ টাকা এবং ৩নং আসামী বিল্টু আমার স্বামী মনিরুল ইসলাম এর পরিহিত প্যান্টের সামনের বাম পকেটে থাকা ইজিবাইক ক্রয় করার ১লক্ষ টাকার বান্ডিল নিয়ে নেয়। তখন আমার স্বামী ও কন্যার ডাক চিৎকার শুনে ঘটনার সাক্ষী মোঃ রাজু (২৭) পিতা- হাবিব মোল্যা, সাং- পারনান্দুয়ালী শান্তিপাড়া, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরাসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে উক্ত আসামীরা আমার স্বামীকে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। তখন সাক্ষীদের মাধ্যমে ঘটনার সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌছায়ে স্বামীকে সেখান থেকে উদ্ধার করে পথচলতি ইজিবাইকে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি।

এ বিষয়ে ইজিবাইক শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, আমরা নিরীহ শ্রমিকরা হাবিব বাহিনীর প্রধান হাবিবের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই।

ইজিবাইক শ্রমিক মনিরুল ইসলাম কেঁদে কেঁদে এই প্রতিবেদককে বলেন, অনেক কষ্ট করে আমার তিনটি
কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার পরিচালনা করি, রমজান মাসে রোজা রেখে সারাদিন কাজ করে রাতেও কাজ করছিলাম কিছু বেশি রোজগার হবে বলে, কিন্তুু হাবিব বাহিনী আজ আমার স্বপ্ন ভেংগে চুরমার করে দিল। এখন আমি কি করবো ভেবে পাচ্ছিনা। ওরা মেরে আমার হাতটি ভেঙ্গে দিয়েছে, কাজ না করতে পারলে ছেলে মেয়েদেরকে নিয়ে উপবাস থাকতে হবে। আমি এই চোরাকারবারি সন্ত্রাসী মাদক ব্যাবসায়ীদের বিচার চাই। আমার মতো আর কেউ যেন এই বাহিনীর হাতে রক্তাত্ব না হয়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেল বলেন, ইজিবাইক শ্রমিকের উপর হামলার ঘটনা শুনেছি। আমার কাছে লিখিত অভিযোগ এসেছে তদন্তপুর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com