1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শব্দ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শব্দ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

শুভ বসাক
    প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহের আয়োজনে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় ঘোষিত নিরব এলাকায়  শব্দসচেতনতামূলক ক্যাম্পেইন  অনুষ্ঠিত হয়েছে। ১৫ ( জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ এর উদ্যোগে ও বিভিন্ন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় শব্দ সচেনতামূলক প্রচারণা এবং নীরব এলাকায় (চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয় পর্যন্ত) হর্ন দেওয়ার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।ক্যাম্পেইনে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা(যুগ্ম সচিব) ইউসুফ আলী, স্থানীয় সরকার ময়মনসিংহের পরিচালক (যুগ্ম সচিব) ফরিদ আহমদ, পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগের পরিচালক (উপসচিব) দিলরুবা আহমেদ, উপ- পরিচালক(সিনিয়র সহকারী সচিব) আব্দুল্লাহ আল মনসুর, জেলা কার্যালয়ের উপপরিচালক মেজ-বাবুল আলম, এডভোকেট শিব্বির আহমেদ লিটন,  পরিদর্শক মাহবুবুল ইসলাম সহ পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় শিশু, বৃদ্ধ ও কর্ম পরিবেশের উপর শব্দদূষণের ক্ষতিকর প্রভাব ও শব্দ দূষণ আইন এবং শবদূষণ নিয়ন্ত্রণ সকলে ভূমিকা পালন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয় এবং অযথা গাড়ির হর্ণ বাজানোর জন্য মোবাইল কোর্ট এর মাধ্যমে জরিমানা আদায় করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com