1. : admin :
ভুটানের রাজা ওয়াংচুকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - দৈনিক আমার সময়

ভুটানের রাজা ওয়াংচুকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৫ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে ভুটানের রাজা রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে টাইগার গেটে তাকে ফুলের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

একান্ত বৈঠক শেষে তারা দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক করবেন।

দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে।

এর আগে সকাল ১০টার দিকে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের রাজা ও তার সফরসঙ্গীরা।

বিমানবন্দরে ভুটানের রাজাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

ভুটানের রানি, তার পরিবারের সদস্যরা, ভুটানের সরকারেরমন্ত্রী ও সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ভুটানের রাজার সফরসঙ্গী রয়েছেন। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম কোনো ভিভিআইপি সফর।

সফরকালে ভুটানের রাজা বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com