1. : admin :
বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল নরসিংদী জজ কোর্ট শাখা কর্তৃক ইফতার মাহফিল - দৈনিক আমার সময়

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল নরসিংদী জজ কোর্ট শাখা কর্তৃক ইফতার মাহফিল

মোঃ মনসুর আলী শিকদার
    প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
আজ ২৮ শে মার্চ বৃহস্পতিবার নরসিংদী গ্যালাক্সি রেস্টুরেন্টে বাংলাদেশ লইয়ার্স  কাউন্সিল নরসিংদী জজ কোর্ট শাখার উদ্যোগে পবিত্র রমজান মাসের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল এর সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের ট্রেজারার ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী, উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, মাওলানা আব্দুল লতিফ খান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জজ কোর্টের সাবেক সভাপতি এডভোকেট শাজাহান মিয়া, সাবেক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী টুটুল, সাবেক সম্পাদক এডভোকেট আব্দুল কাদের টিটু,নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহমান ভূঁইয়া, বিজ্ঞ আইনজীবীবৃন্দ ,সাংবাদিকবৃন্দ,  শিক্ষকসহ  নানাহ শ্রেণী পেশার রোজাদার ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ। বিশেষ অতিথি ও প্রধান অতিথি রমজান মাসের  তাৎপর্য সম্পর্কে বলেন,পবিত্র রমজান মাস কোরআন নাজিলের মাস, মহান আল্লাহ তায়ালা নর নারী কে রোজা রাখার নির্দেশ দিয়েছেন, রোজাদারদের পুরস্কার  আল্লাহ নিজ হাতে দিবেন, এ মাসের ফজিলত অনেক।রমজান মাসে ধর্মপ্রাণ মানুষ অত্যন্ত সুশৃঙ্খল ভাবে তাদের জীবন যাপন করেন এবং আল্লাহর বিধিবিধান মানার চেষ্টা করেন। তাছাড়া অতিথি বৃন্দ আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলার আহবান করেন, আমরা যদি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি তাহলে  ইহকাল ও পরকাল  সুখময় ও শান্তিময় হবে এবং জান্নাত পাওয়া যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নরসিংদী জজকোর্ট শাখার সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল কাশেম ভূঁইয়া, অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আমির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com