1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
বরিশালে হারানো অর্ধশতাধিক মোবাইল ফোন প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ - দৈনিক আমার সময়

বরিশালে হারানো অর্ধশতাধিক মোবাইল ফোন প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বরিশালের ১০টি উপজেলা থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া অর্ধ-শতাধিক মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। পরে উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন জেলা পুলিশ সুপার। ১ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১১টায় বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। পুলিশ সুপার বলেন গত এক মাসে বরিশালের বিভিন্ন থানায় মোবাইল ফোন হারানো ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে জিডির পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক ৫২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও আটটি মামলা তদন্তধীন রয়েছে। এ সময় পুলিশ সুপার বলেন গত ছয় মাসে আমরা ৩৫০টির অধিক হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছি এবং প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে পেরেছি। চুরি যাওয়া অধিকাংশ মোবাইল ফোনই বিভিন্ন ফেসবুক গ্রুপ ও অনলাইন সাইটের মাধ্যমে হাতবদল হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয় বলে জানান তিনি। তবে কেউ যদি পুরাতন মোবাইল ফোন কিনেন, তাহলে তা ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ সুপার। এই ৫২টি মোবাইল ফোনের মধ্যে একজন বলেন নিজের খোয়া যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে খুব খুশি। তিনি বলেন মোবাইল ফোন ফেরত পাব, এ রকম আশা ছিল না। এই মোবাইল ফোন ফেরত পেয়ে আমার অনেক উপকার হয়েছে। এ জন্য বরিশাল জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ডিএসবি) রেজওয়ান আহমেদ, জেলা গোয়েন্দা শাখার ওসি এবং প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ উদ্ধার হওয়া মোবাইল ফোনের প্রকৃত মালিকগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com