1. : admin :
নির্মাতা ফরিদুল হাসানের "ফাপর" আলোচনার ঝড় - দৈনিক আমার সময়

নির্মাতা ফরিদুল হাসানের “ফাপর” আলোচনার ঝড়

রানা বর্তমান
    প্রকাশিত : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

দেশের সুপরিচিত ও আলোচিত নাট্য/চলচ্চিত্র নির্মাতা ফরিদুল হাসান, বরাবরের ন্যায় টিভি নাটক (ফিকশন) ও চলচ্চিত্র নির্মান কাজে ব্যাস্ত সময় উদযাপন করছেন। তিনি সফলতা কিংবা সমালোচনার মাঝেও একের পর এক দির্ঘ ধারাবাহিক এবং একক নাটক( ফিকশন) নির্মান করে দেশের বিনোদনের চাহিদা পুরন ককরতে বেশ ভূমিকা রেখেছেন। ইতিমধ্যেই সেন্সরের কাজ সম্পন্ন করে ” দ্যা গেম ” নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তির ধার প্রান্তে। দ্যা গেম চলচ্চিত্রে অভিনয় করেছেন মিষ্টি ভাষি, প্রমিত বাংলা উচ্চরন ও সুঠাম দেহি চিত্রনায়ক রওশন ও মায়াময়ি মায়াবতী খুলনা থেকে উঠে আসা দেশের জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল সহ অনেকে। এছাড়া ফরিদুল হাসানের অারো দুটি চলচ্চিত্র কাজের নির্মাণ যজ্ঞ চলছে। পূর্নৈদঘ্য চলচ্চিত্র নির্মানের আগেই তিনি টেলিভিশন মাধ্যমে জনপ্রিয় ধারাবাহিক (ফিকসন) নির্মান করে আলোচনার জন্ম দিয়েছেন বিশেষ করে- ফরেন ভিলেজ, কমেডি ৪২০,বাউন্ডেলে, লাকি থার্টিন, বাসন্তিপুর, গুটিবাজি, বাহানা, বউয়ের দোয়া পরিবহন সহ বেশ কয়েকটি সিরিয়ালের পরিচালনার কাজ সম্পন্ন করেছেন। এছাড়া একক নাটক ( টিভি ফিকসন) সুন্দরী বাইদানি, জামাইবাজি, অস্তিত্বে অনুভবে, ভালবাসার এপাশ ওপাশ, ভালবেসে যেও, অবিবাহিতদের প্রবেশ নিষেধ, করে দেশের পরিচিত ও জনপ্রিয় নির্মাতার তালিকায় অর্ন্তভুক্ত হয়। তাছাড়া টিভি নাটক ও ওটিটি প্ল্যাটফর্মের নির্মাতাদের সম্মিলিত শক্তিশালী ডিরেক্টরস গিল্ডের বার বার নির্বাচিত নেতার নেতিত্বের দায়িত্ব পালন করেছেন। অবশেষে ২০২৪ শুরুতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ” ফরিদুল হাসান”। হ্যা আবারও একটি কাজ করে আলোচনার জন্ম দিয়েছেন নির্মাতা, নাট্যকার, অভিনেতা অভিনেত্রিরা সহ ইউনিটের সবাই। সেই প্রজেক্টির কথা না বল্লেই নয়। দেশের জনপ্রিয় নাট্যনির্মাতা ফরিদুল হাসান সম্প্রতি নির্মাণ করেছেন একটি ধারাবাহিক নাটক “ফাঁপর”। নাটকটি নাট্যরুপ দিয়েছেন জাকির হোসেন উজ্জ্বল। এই লম্বা টিভি ফিকশনের প্রধান দুই চরিত্রের নাম বদরুল ও মজনু। বদরুল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আখম হাসান ও মজনু চরিত্রে যাহের আলভী। চরিত্র দুটিকে কেন্দ্র করে এগিয়ে যাবে নাটকের গল্প। আজ ৯ জানুয়ারি থেকে বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে ধারাবাহিক নাটকটি প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। এই লম্বা টিভি ফিকশনে আ খ ম হাসান, জাহের আলভি সহ আরো যারা অভিনয় করেছেন মনিরা মিঠু, ডা. এজাজুল ইসলাম, মানসী প্রকৃতি, ফারজানা আহসান মিহি, স্বর্ণলতা, ওয়ালিউল হক রুমী, শহিদুল্লাহ সবুজ, সিয়াম নাসির, তন্ময় সোহেল, আমিন আজাদ, নাফিসা, আনোয়ার শাহী, সঞ্জিব আহমেদ প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন প্রচেষ্টা এ্যাড মিডিয়ার কর্ণধার মোজাফ্ফর হোসেন দিপু। ফাঁপর টিভি ফিকশনটির (নাটক) গল্প ঢাকা শহরের একটি মহল্লাকে ঘিরে। মহল্লার কয়েকজন যুবক যুবতি নিজেদের বড় করে দেখাতে বিভিন্নভাবে একে অন্যের সঙ্গে প্রতিনিয়ত মিথ্যা বলে। তারই ফলশ্রুতিতে একটার পর একটা সমস্যার সৃষ্টি হয়। মদ্দ্যা কথা এই সময়ে যারা নাটক দেখে অভ্যস্ত তাদের কথা মাথায় রেখেই ফাঁপর নাটকটি নির্মাণ করা হয়েছে। এ ফিকশনের (নাটক)সমসাময়িক বিষয় নিয়ে লেখা। হাস্যরসে গল্প এগিয়ে গেলেও সামাজিক দায়বদ্ধতা থেকে (ফিকশন)নাটকটিতে কিছু গুরুত্বপূর্ণ তর্থ্য রয়েছে, যা দর্শকের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন নির্মাতা ও নাট্যকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com