1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ঝালকাঠীর কাঠালিয়াতে গণধর্ষন মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার - দৈনিক আমার সময়

ঝালকাঠীর কাঠালিয়াতে গণধর্ষন মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলায় এক স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী মোঃ সাগর খানকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮। ১৬ জানুয়ারি মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জানিয়েছেন র‌্যাব-৮ এর সহকারী পরিচালক (ডিডি) রবিউল ইসলাম। গ্রেপ্তারকৃত প্রধান আসামী মোঃ সাগর খান (২৭) ঝালকাঠীর কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামের মোঃ সেলিম খানের ছেলে। র‌্যাব ৮ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব-৮ সিপিএসসি ও র‌্যাব-৬ খুলনা সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১৫ জানুয়ারি সোমবার বিকেল আনুমানিক সোয়া ৫টার দিকে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন মোহাম্মদ নগর এলাকায় অভিযান চালিয়ে ঝালকাঠীর কাঠালিয়া থানার চাঞ্চল্যকর কিশোরী গণধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ সাগর খানকে গ্রেপ্তার করা হয়। ঘটনার বিবরণে জানা যায় যে ভিকটিম মিম আক্তার (১৬) এর সাথে আসামী সাগর খান বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত ১২ ডিসেম্বর ভোর অনুমানিক সাড়ে ৪টার দিকে ভিকটিমকে আসামী বিয়ের প্রলোভন দেখিয়ে তার মায়ের সাথে দেখা করানোর কথা বলে কৌশলে কাঠালিয়া থানাধীন ২ নং পাটিখালঘাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সুখরঞ্জন শীলের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। এ সময় প্রধান আসামীসহ অন্যান্য আসামীরা ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে জোর পূর্বক পালাক্রমে গণধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিম কৌশলে ঘর হতে বের হয়ে চলে আসে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে ঝালকাঠীর কাঠালিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সে প্রেক্ষিতে কাঠালিয়া থানা হতে আসামী গ্রেপ্তারের জন্য র‌্যাব-৮ বরিশালের নিকট একটি আধিযাচন পত্র প্রেরণ করে। তার প্রেক্ষিতে র‌্যাব-৮ সিপিএসসি ক্যাম্প কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে র‌্যাব-৬ সিপিএসসি ক্যাম্পের সাথে যৌথ অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ধর্ষণ মামলার প্রধান আসামী সাগর খানকে ঝালকাঠীর কাঠালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com