1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন শাহের এবারের দোল উৎসব রমজানে হওয়ায় একদিনের আয়োজন - দৈনিক আমার সময়

ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন শাহের এবারের দোল উৎসব রমজানে হওয়ায় একদিনের আয়োজন

আরাফাত,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

কুষ্টিয়ার ছেঁউড়িয়া বাউল সম্রাট লালন শাহের আঁখড়াবাড়ীতে রমজানের কারণে গেল ৩০ বছরের মধ্যে এই প্রথম তিনদিনের দোল উৎসব একদিনেই উদ্ধোধন ও শেষ।  প্রতি বছরের ন্যায় এবারও ফাগুনের শেষ সময়ে বাউল স¤্রাট লালন সাঁইর কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়াবাড়ীতে আগামী ২৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত তিনদিন ব্যাপী দোলপুর্ণিমা বা স্মরণোৎসব। কিন্তু পবিত্র রমজানের কারণে গেল ৩০ বছরের মধ্যে এই প্রথম তিনদিনের দোল উৎসবকে একদিনেই উদ্ধোধন একদিনেই শেষ করার সিন্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। হচ্ছে না মেলা, চলবে না রাতভর গানের আসর।  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, লালন একাডেমী ও জেলা প্রশাসনের আয়োজনে সীমিত পরিসরে আলোচন, বাউল ফকিরদের এক বেলা সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। তার পরও দুঃখ নেই। একাডেমী না দিলেও নিজ উদ্যোগে তিনবেলার সেবা সারবেন আগত বাউল ফকিররা। নুর আলম দুলালের প্রতিবেদন।  লালন শাহের দোল উৎসবকে ঘিরে কালীনদীর বিস্তৃর্ণ এলাকা জুড়ে এমন মেলা ও রাতভর গানের আসর বসতে কয়েকদিন আগেই থেকে নির্মাণ করা হতো মঞ্চ আর মাঠ জুড়ে বসতো মেলা। কিন্তু গেল ৩০ বছরের মধ্যে এই প্রথম রমজানে উৎসব হওয়ায় সবকিছুকে সিমিত করা হয়েছে। এক দিনেই উৎসবের উদ্ধোধন একদিনেই শেষ। কিছুটা কষ্ট হলেও অভিযোগ নেই ভক্তদের। বাউল ফকিরদের অষ্টপ্রহরব্যাপী উৎসব চলবে, চলবে করণ,কারণ। একাডেমীর এক বেলা সেবা আর নিজেরা উদ্যোগ নিয়ে বাকি তিনবেলার সেবা নেবেন। জানালেন উৎসবে আসা এসব লালন ভক্ত অনুসারীরা। আয়োজন সীমিত হলেও বাউল সাধুদের মুল কর্মে কোন বাধা নেই। রমজানের পবিত্রতা রক্ষায় সব কিছুকে একটু সীমিত করা হয়েছে। আর এ সিন্ধান্ত সকল লালন ভক্ত, সাধুদের সাথেই আলাপ-আলোচনা করেই করা হয়েছে । শুধু আলোচনা সভা হবে অডিটোরিয়ামের মধ্যে, বাইরে নয়। আর দিনের পুর্ণ সেবাটা সন্ধায় দেয়া হবে ইফতারী।  এসময় কাঙ্গালিনী সুফিয়ান (লালন সংগীত শিল্পী) গানে গানে জানান, সাধু দয়াবান তার কাছে সবাই সমান। জীবনভর লালনের গানে খুঁজে পেয়েছেন মানবদেহের অস্তিত্ব, দেহতত্ব।  লালন একাডেমী এডহক কমিটির সদস্য ও চাপড়া ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক মঞ্জু বলেন,
আগামী ২৪ মার্চ বিকেল ৩টা থেকে ৫ টা পর্যন্ত লালন একাডেমীর অডিটোরিয়ামে উৎসবের উদ্ধোধন করবেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। শুধু আলোচনা সভা। এর পরে আর কোন আয়োজন থাকবে না। অডিটোরিয়ামের নিচে সাউন্ড সিষ্টেম ছাড়া বাউল-সাধুরা গান গাইবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com