1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ - দৈনিক আমার সময়

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

গত জুলাইয়ে বাংলাদেশ সফরে এসে তৃতীয় ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর টাইয়ের পর ভারতের নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরের অভব্য আচরণ হয়েছিল আলোচিত। দেশেরই সাবেক ক্রিকেটাররা তার সমালোচনায় মুখর হয়েছিলেন। ওই ঘটনা আবারও আলোচনায়, কারণ ফের মুখোমুখি হচ্ছে দুই দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের। শুক্রবার চীনের হাংজুতে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে একটিও বল গড়ায়নি। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনাল নিশ্চিত করেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আগামীকাল রোববার শেষ চারে তার দল মুখোমুখি হবে ভারতের। অবশ্য হারমানপ্রীতকে পাঁচ্ছে না ভারত। বাংলাদেশ সফরের শেষ ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ দহয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন অধিনায়ক। ম্যাচ শেষে পুরস্কার বিতরণের মঞ্চেও করেন অশোভনীয় মন্তব্য। আম্পায়ারদের নিয়ে কটাক্ষ করেন। ওই আচরণের শাস্তি হিসেবে আইসিসি তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করে। তাতে করে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারছেন না হারমানপ্রীত। তবে প্রতিপক্ষ যখন ভারত, তখন বাংলাদেশ চাপে আছে কি না প্রশ্ন ওঠা স্বাভাবিক। নিগার বলেছেন, ‘না, আমরা একে আরেকটা ম্যাচ হিসেবে দেখছি। এদিন খেলতে পারলে ভালো হতো। কিন্তু ভারতের বিপক্ষে সম্প্রতি আমাদের খেলার ভালো অভিজ্ঞতা আছে। শেষবার তো আমরা জিতেছিলাম।’ এই ম্যাচে বৃষ্টি নাক গলালে ফল বাংলাদেশের বিরুদ্ধে যাবে। নিগার বললেন, ‘দেখুন, আবহাওয়ায় কারও হাত নেই। এই ম্যাচে সফল হতে প্রয়োজনীয় প্রস্তুতি নিবো।’ জুলাইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটি ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ওয়ানডেতেও তারা জয় দিয়ে শুরু করে। শেষ ম্যাচে উত্তেজনাপূর্ণ টাইয়ে সিরিজটি ভাগাভাগি করে ১-১ এ। এশিয়ান গেমস টি-টোয়েন্টির আরেক সেমিফাইনালে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com