1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ঈদ যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে-পুলিশ প্রশাসন - দৈনিক আমার সময়

ঈদ যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে-পুলিশ প্রশাসন

মোঃ-ফরিদ উজ জামান
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম(বার),পিপিএম বলেছেন, ঈদে, সড়ক,নৌ ও রেলপথে ঘরমু্খো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যাত্রীদের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিন্তে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি (১৯শে এপ্রিল) দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম( বার),পিপিএম এবং ডিএমপির উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।
আইজিপি বলেন ঈদের ছুটিতে বিভিন্ন ট্যুরিস্ট স্পটে জনসমাগম হয়।তাদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রনয়ন করেছি।
তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ,RAB,সহ বাংলাদেশ স্পেশালাইজড ইউনিট,সোয়াট, সি আইডির ক্রাইম সিন ইউনিট,ডগ স্কোয়াড, বোম ডিজপোজাল ইউনিট,এটিইউ যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে।
পুলিশ প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় পদ্মা সেতু হয়েছে।সড়কের অবস্থা ও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। তিনি বলেন ইতিমধ্যে সরকারি ছুটি বাড়ানো হয়েছে।
আইজিপি বলেন,ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি যাত্রী সাধারনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সহযাত্রীদের দেওয়া কোন খাবার বা পানীয় গ্রহন থেকে বিরত থাকবেন, কারন এতে অজ্ঞান পার্টি, ও মলম পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি সতর্কভাবে গাড়ি চালানোর জন্য ও চালকদের প্রতি অনুরোধ জানান। তিনি আরো বলেন, আমরা ঈদ জমাতস্থলেও সারাদেশ ব্যাপি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com