1. : admin :
ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘কেনেডি’ - দৈনিক আমার সময়

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘কেনেডি’

বিনোদন ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

১৪তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে (আইএফএফএম) জায়গা করে নিল রাহুল ভাট এবং সানি লিওন অভিনীত চলচ্চিত্র ‘কেনেডি’। চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ পরিচালিত সিনেমাটি সম্মানজনক সমাপনী রাতের চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে। ভারতীয় সেরা সিনেমার উদযাপনের উৎসবটি মেলবোর্নে ২০ আগস্ট নিও-নয়ার থ্রিলারের স্ক্রিনিংয়ের মাধ্যমে শেষ হবে। সানি লিওন অভিনীত ‘কেনেডি’ এই বছরের শুরুর দিকে কান ফিল্ম ফেস্টিভ্যালে এর গ্র্যান্ড ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। সিনেমাটি এর আকর্ষক কাহিনীর জন্য এবং সানি লিওন এবং রাহুল ভাটের অভিনয়ের জন্য সমালোচকদের প্রচুর প্রশংসা এবং মনোযোগ পেয়েছে। এ বছর ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে সমাপনী রাতের অনুষ্ঠানটি একটি তারকাখচিত ও জাঁকজমকপূর্ণ রাত হতে যাচ্ছে। কেনেডি পরিচালক অনুরাগ কাশ্যপের পাশাপাশি সানি লিওন এবং রাহুল ভাট সহ সিনেমাটির প্রধান তারকারও তাদের ভূমিকা সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি শেয়ার করতে উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। এখানেই শেষ নয়, সমাপনী রাতের এক দিন আগে অর্থাৎ ১৯ আগস্ট অনুরাগ কাশ্যপ এবং সিনেমার তারকারা লাইভ দর্শকদের সাথে সিনেমাটি সম্পর্কে কথোপকথনের অধিবেশনে অংশ নেবেন। আইএফএফএম-এর প্রতিষ্ঠাতা এবং উৎসব পরিচালক, মিতু ভৌমিক কেনেডির বিষয়ে তার উৎসাহ শেয়ার করে জানিয়েছেন, “অনুরাগ কাশ্যপ তার যুগান্তকারী কাজের জন্য পরিচিত এবং কেনেডি তার ব্যতিক্রম নয়। এটি একটি শক্তিশালী চলচ্চিত্র যা দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখবে। কেনেডি’কে আমাদের ক্লোজ নাইট ফিল্ম হিসেবে পেয়ে আমরা গর্বিত এবং অনুরাগ কাশ্যপ এবং প্রতিভাবান তারকাদের উৎসবে স্বাগত জানাতে উন্মুখ আমরা।” মেলবোর্নের ১৪তম ভারতীয় চলচ্চিত্র উৎসব ১১ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত চলবে, যেখানে বিভিন্ন ঘরানার অসামান্য ভারতীয় চলচ্চিত্র এবং ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com