1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ববির শিক্ষার্থীরা একদিন সারাদেশে নেতৃত্ব দেবে- মেয়র আবুল খায়ের আবদুল্লাহ - দৈনিক আমার সময়

ববির শিক্ষার্থীরা একদিন সারাদেশে নেতৃত্ব দেবে- মেয়র আবুল খায়ের আবদুল্লাহ

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা একদিন সারাদেশে নেতৃত্ব দেবে। আমাদের শ্রম, মেধা ও প্রজ্ঞা যথেষ্ট আছে। শুধু বিকশিত করার দরকার। যে কোনো পেশায় থেকে তাদের নেতৃত্ব গুণাবলি তৈরি করতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় একদিন শক্ত অবস্থানে দাঁড়াবে। ৯ মে বৃহস্পতিবার সকালে বৃহত্তর বরিশালের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজনে জীবনানন্দ দাশ কনফারেন্স হল রুমে এই আঞ্চলিক ইতিহাস সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানে মুখ্য বক্তা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের আশুতোষ অধ্যাপক অমিত দে। অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী।দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনের বিভিন্ন সেশনে সর্বমোট ৫১টি প্রবন্ধ উপস্থাপিত হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ববির উপাচার্যকে সঙ্গে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘ছয় দফা বেদী-এনআরবিসি স্কয়ার’ এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। আঞ্চলিক এ সম্মেলনে অংশগ্রহণ করেন বরেণ্য ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মেসবাহ কামাল, অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজসহ দেশ-বিদেশের বরেণ্য ইতিহাসবিদরা। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মেলনে বাংলাদেশ ইতিহাস সমিতির নেতারা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com