৭২ ঘণ্টার মধ্যে বিএনপি-জামায়াত ক্ষমা না চাইলে তাদের সংবাদ বর্জনের ডাক দিয়েছে সাংবাদিক সমাজ।সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে আজ রোববার ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকার পতনের আন্দোলনে বিএনপি-জামায়াতের একদফা কর্মসূচি চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তারসহ ৭২ ঘণ্টার মধ্যে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সাংবাদিক সমাজ।
২৯ অক্টোবর (রোববার) দুপুরে এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
এসময়, সাংবাদিক নেতারা জানান, সরকার পতনে বিএনপি-জামায়াতের একদফা কর্মসূচি চলাকালে বেশকয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এ হামলায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এ ছাড়া ৭২ ঘণ্টার মধ্যে এই ঘটনার জন্য বিএনপি-জামায়াতের পক্ষ থেকে ক্ষমা চওয়া না হলে তাদের খবর বর্জনের আহ্বানও জানান সাংবাদিক নেতারা।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক দ্বীপ আজাদ, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।
Leave a Reply