টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ নুরুল ইসলাম(১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ শামসুল আলম খান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ হোয়াইক্যং বাজারের উত্তরে মাঝেরপাড়া সাকিনের নূরুল আমিনের দোকানের নিকট এক অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির নিকট হতে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির পরিচয় হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড মাঝেরপাড়া জামাল মোস্তফার ছেলে
নুরুল ইসলাম(১৯) বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ধৃত ব্যক্তি উদ্ধারকৃত ফেন্সিডিলসমূহ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করছিল।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply