মঙ্গলবার ০৫ ডিসেম্বর বিকালে র্যাব-৪ রাজধানীর তেজগাঁও থানাধীন পূর্ব রাজাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৮৮ বোতল ফেনসিডিলসহ সুনীল চন্দ্র হাওলাদার (৩১) নামীয় অপর ০১ মাদক কারবারি’কে গ্রেফতার করে।
এছাড়াও মঙ্গলবার ০৫ ডিসেম্বর রাতে ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৯,৫০০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ মোঃ বকুল (২৩) নামীয় ০১ মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করে র্যাব-৪।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়া ও রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply