মানিকগঞ্জের হরিরামপুরে চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার ওই ঘটনার পর গতকাল বুধবার থানায় অভিযোগ দেওয়া হয়। পরে মধ্যরাতে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, মানিকগঞ্জের শিবালয়ের ওই বাসিন্দা গত মঙ্গলবার তাঁর আপন চাচিকে সরকারি চাল দেওয়ার কথা বলে মোটরসাইকেলে করে পাশের উপজেলা হরিরামপুরে নিয়ে আসেন।
হরিরামপুর নিয়ে এসে হারুকান্দি ইউনিয়নের কাজিরটেক এলাকায় এনে চালের গুদামে যাওয়ার কথা বলে একটি ভুট্টা খেতে নিয়ে ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় গতকাল বুধবার ঘটনার শিকার নারী তাঁর স্বামীসহ হরিরামপুর থানায় এসে অভিযোগ দেন। পরে রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আজ আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply