ময়মনসিংহে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আলোক শিখা সেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থা। মঙ্গলবার বিকেলে নগরীর বলাশপুর রেলওয়ে ঈদগাহ মাঠে দশম বারের মতো প্রায় শতাধিক অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।ঈদ সামগ্রী বিতরণকালে সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মাজেদের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। এসময় উপস্থিত ছিলেন, মসিকের প্যানেল মেয়র ৩ শামীমা আক্তার,১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আইয়ুব আলী,সদ্য সাবেক ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুদ্দিন আহমেদ দুলাল মন্ডল, ময়মনসিংহ মাদক বিরোধী সংগঠনের সভাপতি আজিজুর রহমান আরিফসহ সংগঠনের সদস্য, আরিফুর রহমান, ওবায়দুল হক, মাহমুদুর রহমান মিশুক, শুভসহ প্রমুখ।উল্লেখ্য, সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোক শিখা প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় মানুষের সহযোগিতায় সকল সময় পাশে ছিল। শীতকালে শীতবস্ত্র, ঈদে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহারসহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে।
Leave a Reply